চকরিয়ায় চট্রগ্রাম - কক্সনাজার মহাসড়কে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় মোহাম্মদ ওসমান (৩৬) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আহতাবস্থায় প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখা গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন ।
শুক্রবার (৫সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বানিয়ারছড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া মোহাম্মদ ওসমান উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা মরহুম আবুল হাসেমের বড় ছেলে। চিরিংগা হাইওয়ে থানার ওসি আরিফুর রহমান জানান রাস্তা পারাপারের সময় যে ডাম্পারটির সাথে ধাক্কা লেগে সিএনজি চালক নিহত হয়েছেন সে ডাম্পারটি হাইওয়ে থানায় হেফাজতে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com