ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও র্যাব-৯ এর যৌথ অভিযানে পরিত্যক্ত দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টার দিকে দগরিসার আরাইসিধা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি দেশীয় পাইপগান, ২ রাউন্ড ১২ মি.মি. কার্তুজ এবং একটি চাইনিজ কুরাল উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল র্যাব-৯ এর কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com