পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে শহরের দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।
এ সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি )কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব হাসান মামুন, উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাত্তার হাওলাদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরে বলেন, দেশে আজ গণতন্ত্র ও ভোটাধিকার হুমকির মুখে। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com