পটুয়াখালীর গলাচিপায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন অফ ভলান্টারী অ্যাকশন ফর সোসাইটি (আভাস) এর উদ্যোগে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ৪৫ দিনের কর্মপরিকল্পনা হিসেবে নারী-শিশুর নিরাপত্তা, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও আশপাশের রাস্তা সংস্কার, এবং জনগণের জীবন রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আভাসের প্রজেক্ট অফিসার মোঃ নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফোরকান মোল্লা, প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, পানপট্টি ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুকুজ্জামান এবং সিপিপি উপজেলা টিম লিডার মোঃ আবু হেনা শোহেব।
এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ এবং টিভি জার্নালিস্ট ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন আভাস গলাচিপা অফিসের ফিল্ড ফেসিলিটেটর মোঃ আরিফ হোসাইন। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com