গত ২৭ আগষ্ট ২০২৫ তারিখে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মহোদয় মোঃ রইস হাসান সরোয়োর, এনডিসি, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমার সাথে বৈঠক করেন।
উক্ত বৈঠকে, বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি দু- দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা সহজীকরণ সহ IISS মানামা সংলাপ ২০২৫, এ বাংলাদেশের অংশগ্রহণ, দু- দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য Foreign Office Consultation-২০২৫ এ বাংলাদেশে সফরের বিষয় সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরিশেষে, আন্ডার সেক্রেটারি দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বিশেষভাবে গণ শুনানি ও মোবাইল কনসুল্যার ক্যাম্প অনুষ্ঠান আয়োজনের জন্য মান্যবর রাষ্ট্রদূতের প্রশংসা করেন, এবং রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন, পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। এ বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরো অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com