জয়পুরহাট চিনিকলে ইনক্রিমেন্ট বন্ধের প্রতিবাদ, বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থা কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারীরা। শনিবার সকাল ৯টায় চিনিকলের প্রধান গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রশাসনিক ভবন চত্তর ঘিরে শেষ হয়।
এসময় জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক আনিছুর রহমান,জয়পুরহাট চিনিকলের সিডিএ খায়রুল ইসলাম, কারখানা বিভাগের মেকানিক মোজাম্মেল হকসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, হঠাৎ করেই তাদের ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে সেইসাথে বকেয়া বেতন দেওয়া হচ্ছেনা। দ্রুত এসব দাবী মানা না হলে বৃহত্তর কর্মসূচি দিবেন বলে ঘোষনা দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com