পটুয়াখালীর রাঙ্গাবালীর কোড়ালিয়া স্পিডবোট ঘাটে চাঁদাবাজ চক্রের ভয়াবহ তাণ্ডবে রক্তাক্ত হামলার শিকার হয়েছেন অন্তত তিনজন। গুরুতর আহত অবস্থায় তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন—বোয়ালিয়ার মৃত বজলু মোল্লার ছেলে রাসেল মোল্লা (৪০), লিটন আকনের ছেলে খোকন (২৬) এবং পানপট্টির হানিফ মৃধার ছেলে শামীম (৪০)।
ঘটনাটি ঘটে গত ২৯ আগস্ট। স্থানীয় সূত্র জানায়, ঘাটের দুইজন ম্যানেজারকে বাদ দেওয়ার পর একটি প্রভাবশালী চক্র দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে তারা টিকিট কাউন্টার বন্ধ করে দেয়। মালিকপক্ষ আলোচনার জন্য ঘাটে উপস্থিত হলে সন্ধ্যার পর কালু মৃধা, জসিম মৃধা, নাসির মৃধা, মহাসিন মৃধা, পিন্টু মৃধা, হেলাল, ফেরদৌস বেল্লাল, রিয়াদ, জাফর, জুবায়েদ ও জুলহাসের নেতৃত্বে ৫০–৬০ জন সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ ঘটনায় থানায় অভিযোগ ও আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com