নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনশিক্ষা প্রতিষ্ঠান কৃষ্ণনগর আশরাফুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক মোল্লা।
প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি দায়িত্বে ছিলেন বিশিষ্ট শালিসকারক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার (রাশেদ সরদার) বুধবার সকালে সভাপতি নির্বাচনের লক্ষে মাদ্রসার হলরুমে এলাকার সাহেব সর্দারদের উপস্থিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. শফিক মোল্লাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শফিক মোল্লা বলেন, “এটি আমাদের এলাকার গৌরবের প্রতীক একটি দ্বীনশিক্ষা প্রতিষ্ঠান। আমি এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ন্যায়, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানটিকে পুনর্গঠন ও সঠিকভাবে পরিচালনার সর্বাত্মক চেষ্টা করব।” এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, পরিচালনা কমিটির সদস্য ও এলাকার বিশিষ্ট সমাজসেবকরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com