চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির জীবন সদস্য ফোরামের উদ্যোগে গত ১৯ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর চকবাজারস্থ কিশলয় কমিউনিটি সেন্টারে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ জাফর আলম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ বাহার চৌধুরী।সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ জাফর আলম বলেন—
“চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি শুধু একটি হাসপাতাল নয়, এটি হাজারো রোগীর জীবনের আশ্রয়স্থল। এই প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না। জীবন সদস্যরা সবসময়ই এ সমিতির মূল শক্তি। তাদের ঐক্য ও সচেতনতার মধ্য দিয়েই আমরা সংগঠনকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্বের পথে এগিয়ে নিতে পারব।” তিনি আরও বলেন, “গঠনতন্ত্রকে কাঁটছাট করে যারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, তাদের প্রতিহত করতে আমাদের সবাইকে একযোগে দাঁড়াতে হবে। এই সমিতি কোনো ব্যক্তি বিশেষের সম্পত্তি নয়; এটি আমাদের সম্মিলিত প্রয়াসের ফল। আজকের সভায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করেছে—জীবন সদস্যরা সংগঠনের স্বার্থেই ঐক্যবদ্ধ। আমি দৃঢ় বিশ্বাস করি, এ ঐক্য ভবিষ্যতেও সমিতির সকল ষড়যন্ত্র মোকাবিলায় শক্তিশালী ভূমিকা রাখবে।” সভাপতি আরও ঘোষণা দেন যে, আগামী ২০ আগস্ট বুধবার একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সেখানে ভবিষ্যৎ কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি সকল জীবন সদস্যকে সেই সভায় উপস্থিত থাকার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডা. শাহরিয়ার মিলন, বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার কাশেম, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, প্রবীণ সাংবাদিক মঈনুদ্দীন কাদেরী শওকত, ন্যাশনাল হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন, মানবাধিকার কর্মী জিয়া হাবীব আহসান, সমাজকর্মী আনোয়ার সিদ্দিক চৌধুরী, সেলিম পাটোয়ারী, মো. কামাল উদ্দিন, গিয়াস উদ্দীন, এবিএম ইমরান, একে এম সালাউদ্দিন কাউসার লাভু, সাজ্জাদ আলী, সালামত আলী, এড. মাসুদ ও জানে আলম প্রমুখ।
সভায় বক্তারা সমিতিকে রোগীদের সেবায় আরও কার্যকর, গণমুখী ও স্বচ্ছ রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com