পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়ায় গড়ে উঠছে উপজেলার সর্ববৃহৎ ও নান্দনিক কাঠের তৈরি খেয়া ঘাট। প্রকৃতির মনোরম পরিবেশের মাঝে নির্মিত এ ঘাটকে ঘিরে নতুন করে জেগে উঠছে আশা ও সম্ভাবনার আলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এর বিশেষ অনুদান এবং খেয়া ঘাট ইজারাদারের নিরলস প্রচেষ্টায় এই স্বপ্নের ঘাট বাস্তবে রূপ পাচ্ছে। প্রতিদিন নদীপারের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক জীবনে এ ঘাট আনবে গতি ও স্বাচ্ছন্দ্য।
স্থানীয়দের মতে, কাঠের এ নান্দনিক ঘাট শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়; বরং এটি হয়ে উঠবে গলাচিপার মানুষের উন্নয়ন, সৌন্দর্যচেতনা ও ঐতিহ্যের প্রতীক।
এই উদ্যোগকে নদীমাতৃক বাংলাদেশের সংস্কৃতি ও জীবনধারাকে আরও সমৃদ্ধ করার এক উজ্জ্বল পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com