ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর টু গোসাইপুরের এর মাঝখানে সড়কের ভারী বর্ষণের কারণে মারাত্মকভাবে ভেঙে গেছে। দেখা যায় প্রায় ২০ ফুট প্রশস্ত সড়কের মধ্যে প্রায় ১৬ ফুটই ধসে পড়েছে। ফলে যে কোনো সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, যদি আরও এক ফুট ভেঙে পড়ে, তাহলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এতে হাজারো মানুষের ভোগান্তি চরমে পৌঁছাবে।উল্লেখ্য, এর আগে একই স্থানে সড়ক ভেঙে গেলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী দ্রুত সময়ে তা সংস্কার করেছিলেন। তবে আবারো সড়কটি ভেঙে পড়ায় এলাকাবাসী জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com