১৮ই আগস্ট ২০২৫ সোমবার সকাল ১০টায় নড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এ প্রতিপাদ্যে নিয়ে নড়িয়া জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে নড়িয়া উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর নড়িয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল কাইয়ুম খান।উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বক্তব্য দেন, উপজেলা বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান কর্মকর্তাবৃন্দ ।উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা মৎস্য সম্পদের বিপুল বৈচিত্র্য ও সম্ভাবনা রয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার জন্য সবাইকে উম্মুক্ত আহ্বান জানান জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা ও মা ইলিশ সংরক্ষণে কঠোর অভিযান পরিচালনা করতে হবে যাতে করে চায়না জাল চায়নাচাই দিয়ে অসাধু জেলে আরত দারদা মৎস্য প্রজনন ধ্বংস করতে না পারে। অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ তিনজন চাষীকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
শ্রেষ্ঠ সফল চাষী হিসেবে নির্বাচিত হয়েছেন ১.মের্সাস কীর্তিনাশা ফিসারীজ প্রোঃ মোঃ রতন হাওলাদার পিতা - মোঃ গিয়াসউদ্দিন গ্রাম জপসা শাহা কান্দি নড়িয়া শরীয়তপুর ২. জাকির হোসেন মৎস্য খামার প্রোঃ - জাকির হোসেন পিতা - মোঃ নুরু শরিফ ছৈয়ল গ্রাম - দুলু খন্ড,নড়িয়া, শরীয়তপুর। ৩,পদ্মা মৎস্য খামার প্রোঃ - মোঃ সেলিম পিতা - করম আলী গ্রাম- জালিয়া হাটি, নড়িয়া।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com