প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৮:৪৮ পি.এম
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে’র মধ্যে দিয়ে জতীয় মৎস উৎসব ২০২৫ পালিত

দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে নেয় ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা'র পুকুরে পোনামাছ উন্মুক্ত করা এবং পরবর্তীতে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ে বড় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে চৌরাস্তা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে র্যালি'টি শেষ হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয় কনফারেন্স হল রুমে এক আলোচনা সভা'র আয়োজন করা হয়।উক্ত সভায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর ঠাকুরগাঁও এর আয়োজনে ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকতা আরাফাত উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নাজমুল হক সুমন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।স্নেহাশীষ কুমার দাস, সহকারী পুলিশ সুপার,রাণীশংকৈল সার্কেল, ঠাকুরগাঁও।আরো উপস্থিত ছিলেন, মো:আয়েশা আক্তার,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।এম রাজিউল ফারুক রোমেল চৌধুরী,সদস্য সচিব নাগরিক কমিটি ঠাকুরগাঁও। এবং জেলা উপজেলা'র বিভিন্ন সংগঠনের সদস্য ও মৎস্য উদ্যোক্তা'রা। ২০২৫ সালের মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো বিশেষ গুরুত্ব পেয়েছে। কেন্দ্রীয় ভাবে সারাদেশে নয় ঠাকুরগাঁওয়ে সপ্তাহব্যাপী র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ মৎস্য খামারি ৪ জন ব্যক্তি'কে স্কেচ ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত