“দেশি মাছের দেশ, বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব সহ জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তাগণ।অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “দেশের অর্থনীতির সঙ্গে মৎস্য খাত প্রত্যক্ষভাবে জড়িত। পুষ্টি, কর্মসংস্থান ও রপ্তানিতে মাছ গুরুত্বপূর্ণ খাত। তাই নিরাপদ মাছ উৎপাদন ও সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”এসময় সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com