পটুয়াখালীর গলাচিপায় সোমবার (১৮ আগস্ট) “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন শুরু হয়েছে। অনুষ্ঠান চলবে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা দিঘিতে মাছ অবমুক্তকরণ এবং র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি দিঘি পাড় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে শেষ হয়।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি, মৎস্যদল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী বলেন, “মিঠা পানির মাছ উৎপাদনে চীনের পর বাংলাদেশ দ্বিতীয়। এই সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন, “খাল-বিল, পুকুরে মাছের কৃত্রিম উৎপাদন বাড়ালে দেশের জিডিপি বৃদ্ধি পাবে। অবৈধ মাছ আহরণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।” অনুষ্ঠানে সফল মাছ চাষীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, মৎস্যচাষী ও জেলেরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com