গলাচিপা ও রাঙ্গাবালীতে বিচারক শূন্য ৯ মাস, অপেক্ষায় হাজারো বিচারপ্রার্থী
পটুয়াখালীর গলাচিপায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ নয় মাস ধরে বিচারক না থাকায় সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে গলাচিপা ও পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন এলাকার মানুষদের মামলার কার্যক্রম পরিচালনায় পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদটি শূন্য রয়েছে। এতে করে দুই উপজেলার প্রায় ২৭ হাজার বিচারপ্রার্থীকে মামলার শুনানির জন্য বাধ্য হয়ে পটুয়াখালী জেলা আদালতে যেতে হচ্ছে। গত ৯ মাস ধরে বিচারক শূন্য থাকায় এ আদালতের বিচারিক কার্যক্রম কার্যত থমকে আছে। বর্তমানে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাধারণ মামলা রয়েছে ১ হাজার ২০৭টি এবং বিচারাধীন মামলা রয়েছে ১ হাজার ৪৩৬টি।আদালতে বিচারক বদলি হয়ে যাওয়ার পর থেকে মামলার বাদী-আসামী পক্ষসহ সংশ্লিষ্ট সবাই ভোগান্তিতে পড়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে বিচারের জন্য আসলেও নির্ধারিত আদালতে কার্যক্রম না থাকায় তাদের যেতে হচ্ছে জেলা আদালতে। এতে সময়, অর্থ ও ভোগান্তি তিন গুণ বেড়েছে বলে অভিযোগ করেছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা।গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেলা বার প্রতিনিধি এ্যাডভোকেট মোকলেছুর রহমান খোকন বলেন, “একদিকে বিচারপ্রার্থী ও আইনজীবীরা ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে অতিরিক্ত খরচও হচ্ছে। তাই অতি দ্রুত এ ভোগান্তি থেকে পরিত্রাণ দেওয়া অতীব জরুরি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com