প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৫:৫২ পি.এম
বকশীগঞ্জে বিয়ের ২০ দিনের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ঘর থেকে মিলি আক্তার (১৯) নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার মধ্যরাতে বকশীগঞ্জ পৌর এলাকার মেষের চর পশ্চিম পাড়া গ্রামের রোমান মিয়ার ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য মরদহেটি পাঠানো হয়েছে। বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার কাগমারী পাড়া গ্রামের ফকির আলীর মেয়ে মিলি আক্তারের সঙ্গে ২০ দিন আগে পাশ্ববর্তী মেষেরচর পশ্চিম পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে মিলি আক্তারের বিয়ে হয়। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিলির স্বামী রোমান মিয়া বাজার থেকে ফিরে নিজ ঘরে স্ত্রীকে রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে মধ্যরাতে পুলিশ মরদহেটি উদ্ধার করেন।
এই মরদেহ নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় মিলির মরদেহ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য জামালপুরে পাঠায়। মিলি আক্তারের চাচা মিলন মিয়া জানান, পরিকল্পিতভাবে মিলিকে হত্যা করা হয়েছে। এঘটনায় আমরা এর বিচার চাই। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর বলা যাবে। এঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত