পটুয়াখালীর গলাচিপায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর চলমান হামলা, নির্যাতন ও হত্যাচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বেলা ১০টার দিকে গলাচিপা থানার সামনে এই মানববন্ধনের আয়োজন করেন গলাচিপায় কর্মরত সকল সাংবাদিক। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিনের মতো একজন সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা শুধু একজন মানুষকে হারানো নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন আঘাত। সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ ও প্রাণনাশের চেষ্টা বেড়েই চলেছে। এসবের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা গণতন্ত্রের জন্য গভীর হুমকি। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদি অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তবে দেশব্যাপী সাংবাদিক সমাজকে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে গলাচিপায় কর্মরত সব সাংবাদিক একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com