গাজীপুর টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া এক যুবকের মাথাবিহীন লাশ হত্যাকাণ্ডের মূল হোতা ও দুই সহযোগীকে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাব-১ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে শনিবার দুপুর ২:৩০ মিনিটে অভিযুক্ত আপেল মাহমুদ সাদেক (৪২), তার সহযোগী সাজ্জাদ হোসেন রনি (২৫) ও সাদেকের স্ত্রী শাওন বেগম (৩২)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাছিমপুর এলাকায় দুটি ট্রাভেল ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা খবর দিলে পুলিশ ব্যাগ খুলে অর্ধগলিত ও মাথাবিহীন লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় নরসিংদীর করিমপুর গ্রামের অলি মিয়া (৩৫) হিসেবে নিশ্চিত হয়েছে।
তদন্তে উঠে এসেছে, পূর্ব বিরোধের জেরে আপেল মাহমুদ সাদেক তার সহযোগী ও স্ত্রীকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে অলিকে বাসায় ডেকে এনে বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে লাশ লুকিয়ে রাখা হলেও ভোরে লোক কম থাকায় ব্যাগে রেখে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com