গত মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেদলে চৌদ্দগ্রাম বাজারের মাইক্রো স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইনে পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য মো. আইয়ুব আলী ফরায়েজী, কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্ম-পরিষদ সদস্য মাস্টার কফিল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন, সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, কর্ম-পরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, কর্ম-পরিষদ সদস্য মো. সাহাব উদ্দিন, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা প্রচার সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মোজাম্মেল হোসেন।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে জামায়াত নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। হাজার হাজার নক্তান্ধ লাশের উপর টিকে থাকা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে গত বছরের এ দিনে বিদায় করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রমাণ করেছে অন্যায়ের সাথে জামায়াত কখনো আপোষ করেনা। আজকের এ গণমিছিলে হাজার হাজার জনতার উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এতে কোন সন্দেহ নেই। এ সময় নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দগ্রামের গণমানুষের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করে এমপি নির্বাচিত করতে হবে। মিছিলটি সমাবেশস্থল থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে লাকসাম রোডের মাথায় গিয়ে সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com