"প্রবীণ সাংবাদিকের হাতে আমার বইয়ের অর্পণ: স্মরণসভায় শ্রদ্ধা, স্মৃতি ও সাংবাদিকতার দায়বোধ"
--মো.কামাল উদ্দিনঃ
আজকের দিনটি আমার সাংবাদিকতা জীবনের এক গর্বের অধ্যায় হয়ে থাকবে।
চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বিকেলবেলা অনুষ্ঠিত হয় প্রিয় সহকর্মী, অনুসন্ধানী সাংবাদিক সাঈদুল আরেফিন রিপন-এর স্মরণসভা। একজন সাহসী কলমযোদ্ধার অকালপ্রয়াণে সাংবাদিক সমাজ যে শোক ও ভালোবাসায় তাকে স্মরণ করল, তা ছিল হৃদয়স্পর্শী। আমি নিজেও একজন সাংবাদিক হিসেবে এই স্মরণসভায় অংশ নিয়ে তাঁর কর্মজীবন ও আমাদের পেশার দায়বদ্ধতা নিয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছি।
বক্তব্য শেষে আমার লেখা বই "সাংবাদিক ও সংবাদপত্রের কথা" সম্মানিত অতিথি, বিশিষ্ট সাংবাদিক, প্রবীণ লেখক এবং গৌরবময় মুক্তিযুদ্ধের সৈনিক মঈনউদ্দীন কাদের শওকত ভাইয়ের হাতে উপহার হিসেবে তুলে দেওয়ার সৌভাগ্য হয় আমার। বইটি তুলে দেওয়ার সময় মুহূর্তটি ছিল আমার জন্য এক অনন্য আবেগের সময়।
শওকত ভাই বইটি গ্রহণ করে অতি বিনয়ের সঙ্গে বললেন, "এই ধরনের বই শুধু উপহার নয়, সাংবাদিকতার সত্যিকারের পাঠশালা। সাংবাদিক হতে হলে এমন বই পড়া উচিত, চিন্তা করা উচিত।"
তাঁর এমন প্রশংসা ও আন্তরিক কথাগুলো আমার শ্রমকে সার্থক করল, আমার চিন্তা ও লেখাকে সার্থকতা দিল।
এই বই শুধু তথ্য বা বিশ্লেষণের সংকলন নয়—এটি একজন সাংবাদিকের অভিজ্ঞতা, আত্মমূল্যায়ন এবং সমাজ ও পাঠকের প্রতি দায়বদ্ধতার প্রকাশ। সাংবাদিকতা কী ছিল, কী হচ্ছে, আর কী হওয়া উচিত—এই সব প্রশ্নের উত্তর খুঁজে ফিরেছি আমি এই বইয়ের পাতায় পাতায়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাংবাদিক সমাজের পরিচিত মুখ, বহু খ্যাতিমান লেখক, গবেষক ও তরুণ সাংবাদিক বন্ধুরা। এই সম্মেলন শুধু শোকের নয়, ছিল এক ধরনের জাগরণ—যেখানে পেশাদারিত্ব, নৈতিকতা এবং সাংবাদিকতার মর্যাদা নিয়ে আমরা নতুন করে ভাবলাম, প্রশ্ন করলাম, এবং উত্তর খোঁজার সংকল্প করলাম।
আজকের দিনের অভিজ্ঞতা আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে—লেখার জন্য, সত্য বলার জন্য, এবং সাংবাদিকতার প্রকৃত পথ রক্ষা করার জন্য। একজন জীবন্ত ইতিহাসকে নিজের লেখা বই তুলে দেওয়ার মতো সৌভাগ্য প্রতিদিন আসে না। আমি কৃতজ্ঞ সেই মুহূর্তের জন্য, কৃতজ্ঞ শওকত ভাইয়ের মতো মানুষের জন্য—যারা আমাদের প্রেরণা, পথপ্রদর্শক।
এই স্মরণীয় দিনে আমি বিশ্বাস করি, একজন কলমসৈনিকের হাতে আরেক কলমসৈনিকের লেখা তুলে দেওয়ার এই কাজটি ভবিষ্যতের পথিকৃৎদেরও সাহস জোগাবে। এটি ছিল শ্রদ্ধার্ঘ্য, বন্ধন, আর এক ধরনের দায়িত্বের পুনর্ব্যক্তি—যা সাংবাদিকতার মূল সত্তাকে বারবার মনে করিয়ে দেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com