দেশে প্রথমবারের মতো পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস, রংপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল নয়টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের বিপরীতে পুরাতন লক্ষ্মী টকিজের স্থানে নির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শহিদ আবু সাঈদ এর পরিবার সহ অন্যান্য শহীদ পরিবারের সদস্যবৃন্দ।এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহত ও সম্মুখ সারির যোদ্ধাগণ, রংপুরের বিভাগীয় কমিশনার ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোঃ আবু সাইম, আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক, সরকারি দপ্তরসমূহ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com