গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মুনজিল হক (৬২) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুনজিল হক ওই গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুনজিল হক ও আবু বক্কর মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালতেও বিচারাধীন ছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমির একাংশে মাটি ভরাটকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মুনজিল হক। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com