ব্রাহ্মণবাড়িয়া আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার অভিযান।৪ আগস্ট ২০২৫ তারিখ ১২.০০ টা দিকে জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার মজলিসপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।অভিযানে সহযোগীতা করেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জনাব এসএম শাহীন এবং ১৫ আনসার ব্যাটলিয়নের সদস্যগণ।অভিযানকালে দেখা যায়, পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানটি অনুমোদনহীন কেমিক্যাল, রঙ, সেকারিন ইত্যাদি দ্বারা আইসক্রিম প্রস্তুত করছিল। তারা অন্য নাম ঠিকানা ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করছিল। আইসক্রিম তৈরির প্রক্রিয়া অসাবাস্থ্যকর ছিলো। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ২০,০০০/ (বিশ হাজার টাকা) আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং যাবতীয় সংশোধনীর জন্য ০৭ দিন সময় প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com