পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় অবস্থিত বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আয়োজন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার না পাওয়া শিক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং উৎসাহিত করতে বিশেষ পুরস্কার বিতরণ করেছে যুব অধিকার পরিষদ।
৩১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা এবং গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। পুরস্কার বিতরণ করেন যুব অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম। আয়োজকরা জানান, যেসব শিক্ষার্থী পুরস্কার পাননি, তাদের মাঝেও আনন্দ ও উৎসাহ ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ উন্নয়নের অনুপ্রেরণা জোগাতেই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন এবং তাদের আলোকিত ভবিষ্যতের কামনা করেন। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com