প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১:৩২ পি.এম
এম এম মিজান এর কবিতা “ঘুম”
ঘুম
এম এম মিজান
ঘুম পাড়ানী মাসি পিশি,
কোথায় গেলে চলে।
চোখের ঘুম হারিয়েছে,
কোন কিছু না বলে।
কতো ভাবে চেষ্টা হলো,
ঘুম এলো না চোখে।
কোন সে জন? কি কারণে?
আমার ঘুম রোখে।
ঘুমের ব্যামো কেন এলে?
জাগিয়ে দিতে মোরে।
ঘুম ছিনিয়ে কারে দিলি?
বলতে হবে তোরে?
ঘুম পাড়ানী মাসি পিশি,
কেন বাসেনা ভালো।
আমায় কেন ফেলে রেখে,
রাত্রি জাগিয়ে দিলো?
এপাশ করে শুয়ে শুয়ে,
ঘুম রে চোখে ডাকি।
ওপাশ করে যতো শুই,
ঘুম যে দেয় ফাকি।
কেমন করে ঘুম হবে,
আধার কালো ঘরে?
ঘুম আসে পরখ করি,
কামরা আলো করে।
আলো - কালো কোন ভাবেই,
ঘুম এলো না আর।
রাত্রি জেগে কবিতা লিখে,
করি সময় পার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত