গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকাল সোয়া ৫টায় পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে মাদকসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন - পাবনার ঈশ্বরদী উপজেলার বহরপুর গুচ্ছগ্রাম (আশ্রয়ণ প্রকল্প) এলাকার মতিউর রহমানের ছেলে রাজন হোসেন (২০), মৃত হোসেন আলীর ছেলে আল-আমিন বিশ্বাস (৪২) এবং আল-আমিন হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩২)।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সোয়া ৫টার দিকে থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ডাচ-বাংলা ব্যাংকের সামনে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকা ৩ যাত্রীর শরীর তল্লাশি করে। এসময় তাদের প্রত্যেকের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২.৫ কেজি করে মোট ৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com