পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় প্রাইমারি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ করতে উপজেলার সীমান্ত ঘেষা ১০ নং কাটালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯৯ নং পশ্চিম নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫'।
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের ভিডিও চিত্র প্রদর্শন করা ছাড়াও শিশু শহীদদের স্মরণে জুলাই কেন্দ্রিক কবিতা আবৃত্তি, গান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কাটালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আনায়ারুল ইসলাম বলেন, বিগত বছরগুলোতে স্বাধীনতা বলতে আমাদের শিক্ষার্থীরা বুঝতো ১৯৭১ এর মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, পাক-হানাদার বাহিনী, রাজাকারের মতো শব্দ গুলো। কিন্তু জুলাই ২৪এর অভ্যুত্থান পরবর্তী আবু সাঈদ কে? কারা কেনো গুলি করলো, মুগ্ধ পানি লাগবে কেন বলেছিলো, শেখ হাসিনা কেন ছাত্রদের উপর গুলি চালালো এমন প্রশ্নের উত্তর জানতে চায়। এই সকল প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়াতে দৃঢ় প্রত্যয়ী করে তুলছে “জুলাই পুনর্জাগরণ ২০২৫”।
এসময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন কাটালী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোঃ বাবুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com