ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনের কর্মবিরতি শেষে ধর্মঘট প্রত্যাহার, আজ থেকে চলবে সিএনজি।
গাড়ি জব্দ, পুলিশি হয়রানি ও জেলায় স্বাভাবিক চলাচলের দাবিতে টানা তিনদিন কর্মবিরতি পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিএনজি চালক ও মালিকরা। ফলে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
তবে অবশেষে শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিম। তিনি জানান, আগামীকাল (বুধবার) থেকে জেলার সড়কে স্বাভাবিকভাবে চলাচল করবে সব সিএনজি অটোরিকশা।
তিনি বলেন, আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি, কর্তৃপক্ষ আমাদের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। তাই আমরা আপাতত কর্মবিরতি প্রত্যাহার করছি।
এদিকে ধর্মঘট প্রত্যাহারের খবরে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com