গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কর্মস্থলের কোয়ার্টারের সামনেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আব্দুস সোবহানের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। তিনি ২০২১ সালের ২৫ জুলাই ফুলছড়ি উপজেলায় নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেন। সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন জানান, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন আব্দুস সোবহান। কোয়ার্টারের দিকেই যাচ্ছিলেন তিনি। পথেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষার পর তিনি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করা হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎবন্ধু মন্ডল বলেন, আব্দুস সোবহান নিয়মিত ফজরের নামাজের পর হাঁটতে বের হতেন। তিনি উপজেলা কোয়ার্টারেই থাকতেন। আজ সকাল সাড়ে ৯টায় অফিসে না আসায় একজন সহকর্মী গিয়ে তাঁকে কোয়ার্টারের মেঝেতে পড়ে থাকতে দেখেন। নির্বাচন কর্মকর্তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ প্রথম জানাজা শেষে গ্রামের বাড়িতে পাঠানো হবে। স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com