দেশের ইতিহাসে নৌ-পথের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীমাতৃক বাংলাদেশে প্রাচীনকাল থেকেই নৌযান ও জাহাজই ছিল মানুষের যাতায়াত, বাণিজ্য এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি। এসব জাহাজ পরিচালনায় নিয়োজিত শ্রমিকদের অবদান আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি। কিন্তু বর্তমানে দুঃখজনকভাবে দেশের নৌ-শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সঠিক নেতৃত্ব ও কার্যকর নীতির অভাবে এই শিল্পের সংকট আরও ঘনীভূত হচ্ছে।
এই প্রেক্ষাপটে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২৫ জুলাই বিকেল ৩টায় মাঝিরঘাটে ইউনিয়নের কার্যালয়ে এক শ্রমিক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো. সেলিম মাস্টার এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মো. আকতার জামান মাস্টার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“নৌশিল্প আমাদের গর্ব, অথচ তা আজ সংকটে। জাহাজে কর্মরত শ্রমিকদের নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই খাতের অগ্রযাত্রায় প্রয়াত শ্রমিক নেতা মো. মাসুদ ড্রাইভার ও শামসুল ইসলাম মাস্টারের সাহসী ভূমিকা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁরা শুধু শ্রমিক নেতা ছিলেন না, ছিলেন একেকজন সময়ের দাবি।" প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী। তিনি বলেন, “মাসুদ ড্রাইভার ও শামসুল মাস্টার সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগ আজকের শ্রমিক সমাজকে পথ দেখায়।” সমাবেশে আরও বক্তব্য রাখেন মো. জিয়া মাস্টার, মিটু ড্রাইভার, মো. বায়েজিদ ড্রাইভার, মো. মাসুক উদ্দিন সুকানি, মো. জিহাদুল ইসলাম লস্কর, মো. মাইনুর ইসলাম লস্কর, মো. জাফর সুকানি, মো. নুরুদ্দিন গ্রীজার, মো. সাইফুল লস্কর, খলিলুর রহমান, সিদ্দিকুর রহমান ড্রাইভার, মো. আজগর হোসেন তালুকদার, সাংবাদিক স ম জিয়াউর রহমান এবং পরিবেশবিদ মাসুদ রানা। সভায় মরহুম মাসুদ ড্রাইভার ও শামসুল ইসলাম মাস্টারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। একইসাথে, সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষিকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
এই সমাবেশ শ্রমিক আন্দোলনের এক শক্তিশালী বার্তা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে—যেখানে ইতিহাস, ত্যাগ, এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি একত্রে উচ্চারিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com