ঝাউডাঙ্গা কলেজে আজ সকালে এসএসসি ও সমমান পরীক্ষায় অ+ গ্রেড প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কলেজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়কে স্বীকৃতি জানিয়ে তাদের উৎসাহিত করার লক্ষ্যে পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান, ভাইস চ্যান্সেলর, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ও দায়রা জজ বরিশাল জেলা জনাব শেখ ফারুক হোসেন, পূবালী ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের ডিজিএম ও আঞ্চলিক ব্যবস্থাপক জনাব শেখ মোঃ সামছুদ্দোহা এবং ডিজিএম ও বিভাগীয় প্রধান জনাব মোঃ রবিউল আলম। অনুষ্ঠানে কলেজ সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন সভাপতিত্ব করেন এবং অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফল করার জন্য উৎসাহ প্রদান করেন। ঝাউডাঙ্গা কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে অর্থের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে বাধা আসবে না এবং কলেজে পাঠদান স্বচ্ছন্দ ও নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com