গত ২৪ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের প্রধান সড়ক সংলগ্ন পৌর মুক্ত মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, বক্তব্য রাখেন এন সি পি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, ডাক্তার তাসনিম জারা সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দেশের চলমান অব্যবস্থাপনা, দুর্নীতি ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে ন্যায়ের পথে এনসিপি এগিয়ে যেতে চায়।
তারা আগামী নির্বাচনে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় বক্তারা আরও বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়, এবং এনসিপিই হতে পারে সেই পরিবর্তনের সঠিক ধারক।এনসিপির এই পথসভা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় যোগ দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com