পটুয়াখালীর গলাচিপায় দেশপ্রেম, মানবিকতা ও সেবাব্রত—এই মূলনীতিকে ধারণ করে বরিশাল এরিয়া কমান্ডের অধীন ৭ পদাতিক ডিভিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গলাচিপায় অনুষ্ঠিত হলো এক বিশাল চিকিৎসা সহায়তা কর্মসূচি।বিএ-৪৪২৭ মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল মহোদয়ের দূরদর্শী নির্দেশনায় এবং ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বিএ-৪৬৮৯ ব্রিগেডিয়ার জেনারেল মো: সলমন ইবনে এ রউফ, এনডিসি, পিএসসি এর প্রত্যক্ষ উপস্থিতিতে গলাচিপা উপজেলায় সেনাবাহিনী কর্তৃক এক দুর্লভ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্য ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
সকাল ৮.৩০ ঘটিকা থেকে দিনব্যাপী ক্যাম্পটি পরিচালনা করেন মেডিকেল অফিসারসহ মোট ১৪ জনের একটি প্রশিক্ষিত চিকিৎসা দল। সিনিয়র ওয়ারেন্ট অফিসার বখতিয়ার উদ্দিন আহাম্মেদ জানান কর্মসূচিতে অন্তত ৫০০ থেকে ৭০০ জন রোগীকে সেবাদান ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com