দিনাজপুর ঘোড়াঘাটে আতউর রহমান নামের একজন ভুয়া ডিবিকে গ্রেফতার করেছে পুলিশ। সে ঠাকুরগাওয়ের রানীশৈংকল থানার শিডলি গ্রামের বুলু মিয়ার ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার তদন্ত ওসি শহিদুল ইসলাম।
শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯ টায় পৌরসভার আজাদ মোড়ে ঠাকুরগাঁও থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা রাহাবার পরিবহন থেকে তাকে আটক করা হয়।থানা সূত্রে জানা যায়, আটক আতাউর ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন থেকে নিজেকে ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছেন। বিষয়টি দিনাজপুর ডিবি পুলিশ অবগত হওয়ার পর গতকাল রাতে সে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রী বেশে যাচ্ছে মর্মে খবর পেয়ে ঘোড়াঘাট থানাকে অবগত করলে পৌরসভার আজাদ মোড়ে রাহাবার পরিবন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকালীন সময় তার নিকট থেকে একটি ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঘোড়াঘাট থানার ৩ জন এস আই আহনাফ, মনিরুজ্জামান, শফি সহ অন্যান্য পুলিশ সদস্যরা। জানতে চাইলে ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, দিনাজপুর ডিবি কার্যালয়ের থেকে তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আজকে সকালে আটক আতাউরকে দিনাজপুর ডিবি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ঘোড়াঘাট থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com