পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়িকে প্রকাশ্যে মারধর ও গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মহিবুল্লাহ লিখিত অভিযোগ দিয়েছেন বাউফল থানায়।
ভুক্তভোগী মহিবুল্লাহ বিলবিলাস এলাকার বাসিন্দা এবং মো. আব্দুল করিম সরদারের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিলবিলাস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।মহিবুল্লাহ জানান, রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় জামায়াত নেতা আবদুস সোবহান প্যাদা, আজাদ খানসহ কয়েকজন তাকে প্রকাশ্যে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তারা তাকে গুম করে ফেলার হুমকিও দেয়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীলচে দাগ দেখা গেছে।তিনি আরও বলেন, “তারা বলেছে, সুযোগ পেলে আমাকে গুম করে ফেলবে। আমি এখন নিজের জীবন নিয়ে শঙ্কিত। স্থানীয়রা এগিয়ে না এলে হয়তো বড় কিছু ঘটে যেত।”অভিযুক্ত আবদুস সোবহান প্যাদা বাউফল সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং অপর অভিযুক্ত আজাদ খান জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের আপন বড় ভাই।অভিযোগ অস্বীকার করে আবদুস সোবহান প্যাদা বলেন, “মারধর বা গুমের হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বাউফলে জামায়াতের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com