জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ জুলাই বুধবার বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উপজেলার বিআরডিবি হলরুমে সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরোতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এবারে ২জন প্রার্থী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তারা হলো, কামরুজ্জামান মোল্লা রতন ছাতা মার্কা ও প্রভাষক সাইদুর রহমান চেয়ার মার্কা। ১৬০ জন ভোটার তাদের পছন্দমত প্রার্থীকে বিজয়ী করতে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন বিকেল সাড়ে ৩টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। ফলাফলে চেয়ার মার্কার সভাপতি প্রার্থী প্রভাষক সাইদুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী কামরুজ্জামান মোল্লা রতন ছাতা মার্কা ৪২ ভোট পেয়ে ৫৭ ভোটের ব্যবধানে পরাজিত হন।এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ-সভাপতি পদে মোছাঃ মোমেনা বেগম, সদস্য ওয়াজেদ আলী, আব্দুল হক, সিরাজুল ইসলাম, রাফসান ছানি পিয়াস, সন্ধ্যা রানী ও মোছাঃ নাজমা বেগমসহ ৮ সদস্য কমিটি।ভোট চলাকালীন সময়ে কেন্দ্রে কোন অনিয়মের খবর পাওয়া যায়নি। প্রভাষক সাইদুর রহমান নির্বাচিত হওয়ার পর বিজয় উল্লাসে মেতে ওঠে তার সমর্থক ও ভোটারা। পরে বিজয় মিছিল করে পাঁচবিবি শহরে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com