পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নে ভিজিডি (VWB) কর্মসূচির আওতায় চাল বিতরণে দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন ও তার সহযোগী মো. ইছাহাক মোল্লাকে সেনাবাহিনী আটক করেছে।
জানা যায়, ১৪ জুলাই ২০২৫ তারিখে ২০২৩-২৪ অর্থ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য প্রত্যেক দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে মাসে ৩০ কেজি করে মোট ১৮০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। সরকারিভাবে বিনা মূল্যে বিতরণের কথা থাকলেও অভিযুক্ত দুই ব্যক্তি প্রত্যেক উপকারভোগীর কাছ থেকে অবৈধভাবে ৩০০ টাকা করে আদায় করছিলেন।
বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এলে তারা তথ্য-প্রমাণসহ অভিযুক্তদের আটক করে গলাচিপা থানায় হস্তান্তর করে। পরে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং উপকারভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com