জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে পাঁচবিবি- কামদিয়া সড়কের কুসুম্বা ইউনিয়নের সোনাকুল নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সিরাজুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামের বিষা মন্ডলের পুত্র।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিহত সিরাজুল ইসলাম বাড়ী থেকে ভ্যান নিয়ে বের হোন। দুপুরের দিকে নিজ বাড়ীতে ফিরছিলেন। এসময় সোনাকুল নামকস্থানে পৌঁছালে পাঁচবিবিগামী একটি ট্রাক ভ্যানচালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম জানান, "ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘাতক ট্রাক শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com