গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম ও তার সহযোগী জাকির, রাকিব, ফারুক ও লম্বু শাহিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে ২ নং ওয়ার্ডের ভুক্তভোগীরা। সোমবার (১১ জুলাই ) বিকেলে পলাশবাড়ী গাইবান্ধা সড়কের শ্যামপুর দোকান ঘর নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সাবেক সদস্য আমিনুল ইসলাম ও তার সহযোগী জাকির, রাকিব, ফারুক ও লম্বু শাহিনের নেতৃত্বে আরো -২৫ থেকে ৩০ জন ভূমিদস্যুতা, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ, অবৈধভাবে বালু উত্তোলন,সন্ত্রাসী, চুরি ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্রধারী সহ কিশোর গ্যাং পরিচালনা সহ সাধারণ নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করে আসছে। তাদের এমন অপকর্মের কারণে বরং বার কখনো পুলিশ কখনো বা সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পরেও কোন অদৃশ্য শক্তির বলে কোর্ট থেকে জামিনে বেরিয়ে এসে পুনরায় অপকর্মের মাধ্যমে গ্রামবাসীকে নানাভাবে হয়রানি করা অব্যাহত রেখেছে। আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসী ভূমি দস্যুর হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি।
গ্রামবাসীদের পক্ষে মানববন্ধনে মোস্তাফিজুর রহমান ডিপটির সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, সামিউল ইসলাম, বুলবুল মিয়া,শাহজাহান মিয়া,শাহীন মাষ্টার, ফেরদৌস সরকার মুকুল ডাক্তার সহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com