পটুয়াখালী গলাচিপা/ উভ / মৌসুমি বায়ু সক্রিয়তার কারনে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, তলিয়ে গেছে গলাচিপা পৌরসভার অনেক এলাকা
দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারনে পটুয়াখালীর গলাচিপায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকার ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। টানা বৃষ্টির কারণে গলাচিপা পৌরসভার অনেক এলাকা পানিতে প্লাবিত রয়েছেন। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। অনেকের রান্নাঘর সহ বাসা বাড়িতে পানি ঢুকে গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com