গাইবান্ধায় পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা পুত্রকে হত্যার চেষ্টা থানা অভিযোগ
গাইবান্ধা সদর উপজেলা কূপতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম দুর্গাপুর গ্রামে মোবাইল ফোন চোরকে আটক করে বেঁধে রাখে আঙ্গুর মিয়ার বাড়িতে সেখানে গিয়ে সেই চোরকে একটি থাপ্পড় মারারে মুরাদ মিয়া এই বিষয়টি কেন্দ্র করে মুরাদ মিয়াকে তার বাড়ীর পাশে মোঃ মোশারফ হোসেন ও বাবু এর মুদি দোকানের সামনে গেলে পূর্ব শত্রুতার জেরে পশ্চিম দুর্গাপুর গ্রামের মুছা আকন্দ মোকছেদ আকন্দ আরমান আকন্দ বাবুল আকন্দসহ সঙ্ঘবদ্ধ একটি দল সন্ত্রাসী কায়দায় লাঠি, লোহার রড, ধারালো ছোরা, লোহার খন্তি নিয়ে অতর্কিত হামলা করে, মুরাদকে মারতে থাকে এলোপাথারি মারের আঘাতে মুরাদ অচেতন হয়ে যায়।
তা দেখে মুরাদের বাবা তাকে বাঁচাতে এলে তার উপরও হামলা চালায় তারা সে সময় মুরাদের বাবা আব্দুল হাই কে বাঁসের লাঠি ও রডদ্বারা পিঠে বুকে ও মাথায় আঘাত করে গলা চিপে শ্বাসবন্ধ করে মেরে ফেলার চেষ্টা করেন এবং পায়ের লোহার খুন্তি দ্বারা আঘাত করে এলাকাবাসী এগিয়ে আসলে তারা ঘটনা স্থান থেকে পালিয়ে যায়। এলাকাবাসী আহত মুরাদ ও তার বাবা আব্দুল হাইকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যায়, তারা গুরুতর অসুস্থ থাকায় সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফাট করা হয়। মুরাদ একটু সুস্থ হলেও তার বাবা আব্দুল হাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।