গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি সিলিং ফ্যান,প্রিন্টার মেশিনসহ বিদ্যালয় এর অফিস কক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র চুরি
হয়েছে। উপর্যুক্ত বিষযের প্রেক্ষিতে জানাযায় গত যে, ০৪/০৭/২০২৫ ইং তারিখ হতে ০৬/০৭/২০২৫ ইং তারিখ পর্যন্ত টানা ০৩ (তিন) দিনের ছুটি শেষে অদ্য ০৭/০৭/২০২৫ ইং তারিখে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে দেখা যায় যে, অত্র বিদ্যালয়ের দোতলায় স্থাপিত টিনশেড অস্থায়ী শ্রেণিকক্ষের জানালার নেট কেটে ০৫ (পাঁচ) টি সিলিং ফ্যান চুরি হয়। এ ক্ষেত্রে বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মোঃ খাদেমুল ইসলামের দায়িত্বে অবহেলা প্রতীয়মান হয়। এখানে উল্লেখ্য যে, বিগত ১৯/০৪/২০২৫ ইং তারিখ শনিবার দিবাগত রাতে অত্র বিদ্যালয়ের তালা ভেঙ্গে অফিস কক্ষ হতে ০৩(তিন) টি সিলিং ফ্যান, ০১ (এক) টি স্ট্যান্ড ফ্যান, ০১ (এক) টি সাদাকালো প্রিন্টার ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়। উক্ত ঘটনার সময় অত্র বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মোঃ খাদেমুল ইসলাম যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দুটিতে ছিলেন। তাই উক্ত ঘটনার পর তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট দপ্তরী কাম প্রহরী মোঃ খাদেমুল ইসলামের বিরুদ্ধে কেন দায়িত্ব অবহেলার কারণে চুরিকৃত মালামালের উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান ও অন্যান্য প্রযোজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না তার লিখিত জবাব আগামী ০৮/০৭/২০২৫ ইং তারিখ হতে ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট দাখিল করার জন্য নির্দেশ প্রদান নির্দেশনা দিয়ে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com