প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৭:৪৫ পি.এম
গলাচিপায় তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তামাক নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের মিলনায়তনে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১. ৩০ টায় শুরু হওয়া এ প্রশিক্ষণে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান। তিনি বলেন, “তামাক একটি নীরব ঘাতক। এর ব্যবহারে ব্যক্তি ও জাতির স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। সরকার তামাক নিয়ন্ত্রণে যে পদক্ষেপ নিয়েছে, তা বাস্তবায়নে আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে।” অনুষ্ঠানে তামাকজাত দ্রব্যের অপকারিতা, আইনগত দিক, এবং তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন।
এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত