1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাগরিক ফোরামের সভাপতিকে নিয়ে  কটাক্ষ: চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি খোলা চিঠি বিশ্বনন্দিত ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত! আমি এক হাজার টকশোর যোদ্ধা আমার মনের কথা মানবিকতা ও বিনয়ের প্রতিচ্ছবি: ডা. হাশমত আলী মিয়া ও একটি বইয়ের গল্প ইপিজেড পতেঙ্গায় জনদুর্ভোগ ও যানজট নিরসন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিহাতীর সহদেবপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কায়কোবাদকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

যারা কুকুর ভালোবাসে, তারা বিশ্বাসঘাতক নয়!

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

ছবিটিতে দেখা যাচ্ছে এক নারী বসে আছেন, তাঁকে ঘিরে রয়েছে অসংখ্য
কুকুর। কেউ তাঁর কোলে পা রেখে ভালোবাসা জানাচ্ছে, কেউ স্নেহের দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে আছে, কেউ বা তাঁর পাশে চুপচাপ দাঁড়িয়ে যেন বলছে—”আমরা তোমার।” এমন একটি দৃশ্য যেন মৌন ভাষায় বলে দিচ্ছে: “মানুষ অবিশ্বাস করতে পারে, কিন্তু কুকুর নয়।”
এই ছবি একটি নিঃশব্দ চিৎকার, যা তাদের উদ্দেশ্যে—যারা কুকুরকে ঘৃণা করে, যারা মনে করে কুকুরের কোনও মূল্য নেই। অথচ এই প্রাণীগুলো মানুষের থেকে অনেক বেশি অনুগত, অনেক বেশি কৃতজ্ঞ। আপনি তাকে একমুঠো খাবার দিলেই সে সারাজীবন আপনার প্রতি অনুরক্ত থাকে। আপনি তাকে একবার মাথায় হাত বুলিয়ে দিলে সে প্রতিদিন আপনার অপেক্ষায় থাকে।
এই নারী সম্ভবত তাদের খাওয়ান, আদর করেন, তাদের জন্য সময় দেন। বিনিময়ে পেয়েছেন অকৃত্রিম ভালোবাসা। এই ভালোবাসা কোনো শর্তে বাঁধা নয়, কোনো স্বার্থে ডুবানো নয়—এটা নিঃস্বার্থ, পবিত্র ভালোবাসা।
আজকাল আমরা মানুষের মধ্যেও খুঁজে পাই না এই সরলতা, এই একনিষ্ঠতা। যেখানে স্বার্থ, প্রতারণা আর ক্ষমতার খেলায় মানুষ মানুষকে হিংসা করে, বিশ্বাস ভাঙে, সেখানে এই অবলা প্রাণীগুলো নিঃস্বার্থ সঙ্গ দেয়। এই কুকুরগুলো কাউকে ঠকায় না, কাউকে ছেড়ে চলে যায় না। যারা কুকুর ভালোবাসে, তারা বিশ্বাসঘাতক হতে পারে না।
আমাদের সমাজে এখনো অনেকে কুকুরকে অবজ্ঞা করে, কেউ কেউ রাস্তায় মারধরও করে। অথচ একটা কুকুরেরও জীবন আছে, অনুভব আছে। যারা কুকুরকে ভালোবাসে, তাদের উচিৎ এই মানবিকতা অন্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়া। এই নারীর মতো হতে হবে আমাদের—যিনি কুকুরকে সন্তানস্নেহে আগলে রাখেন, ভালোবাসেন, এবং ভালোবাসা পান।
প্রত্যেকটি কুকুরই একেকটি গল্প—ত্যাগের, নির্ভরতার, ভালোবাসার। আসুন, আমরা তাদের গল্প শুনি, তাদের স্থান দিই আমাদের হৃদয়ে, আমাদের সমাজে।
কুকুর কখনও বেইমান নয়। মানুষ হতে গেলে, প্রথমে কুকুরের মতো কৃতজ্ঞ আর বিশ্বাসযোগ্য হতে শেখা উচিত।
যারা কুকুরকে ভালোবাসে, তারা হৃদয়ের মানুষ। তাদের দেখে শিখুন—কারণ মানবিকতা ও সভ্যতার সূচক শুধু কথায় নয়, আচরণেও প্রমাণ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট