1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর হবে পূর্ণাঙ্গ ঐতিহাসিক জাদুঘর: সংস্কৃতি উপদেষ্টা বাংলা টিভি’র নবম বর্ষে চট্টগ্রামের স্মৃতি পটভূমি ও শুভকামনা বাংলাদেশ দূতাবাস, বাহরাইনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলা নববর্ষ উদযাপন বাপেসাস-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. কামাল উদ্দিন যেখানে স্বপ্নরা অপেক্ষায় থাকে! গ্রাম উন্নয়ন ও দুস্থ সেবা কেন্দ্র গুডসেক সংস্থার পরিচলনা ও কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আফরোজা লীনার কথামালায় উষ্ণতার খোঁজ! চাটগাঁইয়ার পাঁচ রত্নকে ঘিরে গানে গানে ভালোবাসার উৎসব! হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি জন্মতারার পঞ্চরাগে—চাটগাঁইয়া পাঁচ রত্নের গান!

ভয়ংকর প্রতারণার শিকার সাংবাদিক কামাল উদ্দিন!

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

রেজা ভাইয়ের মেসেঞ্জার থেকে আসে সাহায্যের আবেদন—বিকাশে পাঠানো হয় ১৯,২০০ টাকা, পরে জানা গেল ভয়ংকর প্রতারণার শিকার সাংবাদিক কামাল উদ্দিন!
চট্টগ্রাম, ১৮ মে ২০২৫:
বিশ্বাস, সম্পর্ক এবং পরিচয়ের আবরণে ঢেকে রাখা ভয়ানক প্রতারণা আবারও ঘটল চট্টগ্রামে। ফেসবুক মেসেঞ্জারের পরিচিত আইডি থেকে আসা এক ভুয়া কল ও মেসেজের ফাঁদে পড়ে ১৯,২০০ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারক চক্র। এই ঘটনার শিকার হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ‘ভোরের আওয়াজ’ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১৩ মে সকাল ৮টার দিকে কামাল উদ্দিন ফেসবুক মেসেঞ্জারে লন্ডনপ্রবাসী বন্ধু মোহাম্মদ রেজার অ্যাকাউন্ট থেকে একটি ভয়েস কল পান। কলটি কেটে গেলে রেজার প্রোফাইল থেকেই পাঠানো হয় একটি টেক্সট, যেখানে জরুরি সহায়তা চাওয়া হয়। এরপর রেজার পক্ষে কথা বলেন এক ব্যক্তি, যিনি নিজেকে ‘হাফিজ’ নামে পরিচয় দেন এবং একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত বলে দাবি করেন। তার দাবি, রেজা সাহেবের পরিবারের চারটি লোকাল ফ্লাইট টিকিটের জন্য অনলাইনে টাকা পরিশোধ করা হলেও সার্ভার সমস্যার কারণে তা ক্যাশ হয়নি এবং টিকিট ইস্যু করা যাচ্ছে না।
এ অবস্থায় কামাল উদ্দিনকে অনুরোধ করা হয় যেন তিনি বিকাশ নম্বর ০১৮১৮১২৬৯৪০-এ জরুরি ভিত্তিতে ১৯,২০০ টাকা পাঠান। রেজার প্রতি আস্থা ও পরিচয়ের ভিত্তিতে তিনি টাকা পাঠিয়ে দেন এবং কনফার্মেশন স্ক্রিনশট মেসেঞ্জারে পাঠিয়ে দেন। হাফিজ তখন টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
কিন্তু পরে দেখা যায়, রেজার মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে আগের মেসেজ ডিলিট করা হয়েছে এবং কোনো যোগাযোগ সম্ভব হচ্ছে না। হাফিজের নম্বরেও কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। সন্দেহ বেড়ে গেলে কামাল উদ্দিন রেজার মূল ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখতে পান, সেখানে রেজা নিজেই একটি সতর্কতা পোস্ট করে জানিয়েছেন যে, তার নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারক চক্র সক্রিয় রয়েছে এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।
এই প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কামাল উদ্দিন ১৮ মে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৪১৯/২০২৫) করেন। একই সঙ্গে, আজ ১৮ মে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয়ে অভিযোগের একটি কপি ওয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছেন এবং আগামীকাল আনুষ্ঠানিকভাবে হার্ডকপি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগে তিনি এই প্রতারক চক্রের বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
এই প্রসঙ্গে কামাল উদ্দিন আরও বলেন:
“রেজা ভাই যদি এই প্রতারণার সঙ্গে সম্পৃক্ত না থাকেন, তবে বিষয়টি অনুধাবন করে চাইলে মানবিক বিবেচনায় আমাদের দেওয়া ক্ষতিপূরণ স্বরূপ এই টাকা ফেরত দেওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে পারেন। অবশ্যই এটি কোনো দাবি নয়—এটি আমাদের একটি আবদারমাত্র।”
এই ঘটনা আবারও প্রমাণ করে, পরিচিত বা বিশ্বস্ত আইডির আড়ালেও থাকতে পারে ভয়ানক ফাঁদ। প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক ও সংশ্লিষ্ট মহল।
সতর্ক হোন—কারণ বিশ্বাসের সুযোগে শিকার হতে পারেন আপনিও। প্রতারিত হলে দেরি না করে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট