গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চাচা-ভাতিজাসহ তিন জন নিহত হয়েছেন ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের দিকে উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ দু্র্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮) একরামুল হকের ছেলে মোশারফ হোসেন ও মৃত সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০)।
স্বজনরা জানায়, ওই সময় মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিস্কার করছিলেন। এরপর অন্য একটি ঘরের চালায় পা রাখলে বিদ্যুতায়িত হন তিনি । এসময় তার চাচা আফজাল ও মোশারফ তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম দেশকাল নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com