চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকার কেসি দে রোডে কাটাপাহাড়ের মুখে সিনেমা প্যালেসের সামনে থেকে একটি কাভার্ডভ্যান চুরি হওয়ার ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে চুরির ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে।
ঘটনার বিস্তারিত অনুযায়ী, চলতি মাসের ৬ মে রাত অনুমানিক ১২টা থেকে ৭ মে সকাল ৯টার মধ্যে সময়ের কোনো এক পর্যায়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা পাকা রাস্তায় পার্ক করে রাখা একটি কাভার্ডভ্যান চুরি করে নিয়ে যায়। গাড়িটির মালিক মনজুরা আক্তার বিষয়টি কোতোয়ালী থানায় জানালে পুলিশ নিয়মিত মামলা রুজু করে তদন্ত শুরু করে।
মামলা রুজুর পরপরই কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিমের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসাইন, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তৎপরতা কাজে লাগিয়ে টিমটি জানতে পারে, চুরি হওয়া কাভার্ডভ্যানের সঙ্গে জড়িত এক যুবক কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নের বাসিন্দা।
এরপর ১২ মে (সোমবার) কোতোয়ালী ও কর্ণফুলী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামতলা বাজার এলাকার বাসিন্দা আবু তাহেরের পুত্র মোঃ কায়ছার (২৫) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কাভার্ডভ্যান চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জানায়, গাড়িটি বর্তমানে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার একটি এলাকায় রয়েছে।
তার স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ টিমটি কায়ছারকে সঙ্গে নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকায় পুনরায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করে। উদ্ধার হওয়া গাড়িটি একটি হলুদ ও নীল রঙের কাভার্ডভ্যান, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১৪-৪৯৬০, ইঞ্জিন নম্বর 497SPTC36FXY639020 এবং চেসিস নম্বর MAT357571C8R23259।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, “আমাদের টিম অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত ও অভিযানের মাধ্যমে কাভার্ডভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার কায়ছারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চালিয়ে যাচ্ছি।”
এই অভিযানের মাধ্যমে কোতোয়ালী থানা পুলিশ একদিকে যেমন চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করতে পেরেছে, তেমনি নগরবাসীর মধ্যে নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com