"অস্ত্রসহ পটিয়ার দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার: আইন-শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখছেন বোয়ালখালীর ওসি গোলাম সারওয়ার""
দৈনিক ভোরের আওয়াজ ও সাপ্তাহিক সময়ের আলো প্রতিবেদন---
চট্টগ্রামের বোয়ালখালীতে রুদ্ধশ্বাস অভিযানে পটিয়ার দুই ছাত্রলীগ নেতাকে বিপুল অস্ত্র ও গুলাবারুদসহ গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কার্যকলাপে জড়িত এই নেতারা পটিয়ার হলেও তাদের গ্রেফতার করা হয় বোয়ালখালী থানার পুলিশের তৎপরতায়। শনিবার দিবাগত গভীর রাতে পরিচালিত পৃথক দুটি অভিযানে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
রবিবার দুপুরে দৈনিক ভোরের আওয়াজ ও সাপ্তাহিক সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী ও পটিয়ার সীমান্তবর্তী মিলিটারি পুল এলাকা থেকে পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির (৩২)-কে গ্রেপ্তার করা হয়। একই রাতে বোয়ালখালী সদর এলাকায় অভিযান চালিয়ে পটিয়া পৌরসভা ছাত্রলীগের সদস্য শাহীন (২৬)-কে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একাধিক রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও অন্যান্য অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে যুক্ত এবং পটিয়া থানাতেও তাদের নামে একাধিক মামলা রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ওসি গোলাম সারওয়ারের বলিষ্ঠ ভূমিকা ওসি গোলাম সারওয়ার বোয়ালখালী থানায় যোগদানের পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় একের পর এক প্রশংসনীয় অভিযান পরিচালনা করছেন। সন্ত্রাস ও মাদকবিরোধী তার কার্যক্রম এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। তার কৌশলী নেতৃত্বে বোয়ালখালীতে অপরাধ দমন যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে ফিরছে নিরাপত্তা ও আস্থার পরিবেশ। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা করা আমার পেশাগত দায়িত্ব। কেউ দলীয় পরিচয় দিয়ে অপরাধ করলে ছাড় পাবে না। বোয়ালখালীকে নিরাপদ রাখতে যা যা করা প্রয়োজন, আমি করব। জনগণই আমার শক্তি।” ওসি সারওয়ারের এই সাহসী অবস্থান ও নিরপেক্ষতা বোয়ালখালীবাসীর হৃদয়ে প্রশংসার জায়গা করে নিয়েছে। অনেকেই বলছেন, “বহুদিন পর এমন একজন অফিসার পেয়েছি যিনি সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়িয়েছেন। তার মতো কর্মকর্তারই এখন দরকার পুরো চট্টগ্রাম জুড়ে।” একই রাতে মাদকবিরোধী অভিযানে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার
ওই রাতেই আরেকটি অভিযানে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা এলাকার বাসিন্দা নুর বক্স (৪৬)-কে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও রয়েছে একাধিক পূর্বের মামলা।
ওসি গোলাম সারওয়ারের নেতৃত্বে পরিচালিত এসব সুশৃঙ্খল, সাহসী ও পরিকল্পিত অভিযানে বোয়ালখালীতে এখন একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে বোয়ালখালী থানার সুনাম বাড়ছে এবং সাধারণ জনগণের আস্থা আরও দৃঢ় হচ্ছে।
এই ধরনের সাহসী অভিযান পরিচালনা অব্যাহত থাকলে শুধু বোয়ালখালী নয়, গোটা দক্ষিণ চট্টগ্রামেই অপরাধ নির্মূলের পথে আরও বড় অগ্রগতি সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com