ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু, পুলিশ জানালো তদন্ত চলছে
চট্টগ্রাম, ১০ মে ২০২৫: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ নুর নবী (২৭) কে পুলিশের এক অভিযানে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আসামী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মাঠ পাড়া, নেঙ্গুল বিল এলাকার মৃত কালা মিয়ার ছেলে। বর্তমানে তিনি চান্দগাঁও থানার সিএন্ডবি শাপলা ক্লাব মাঝির বাড়ী এলাকার তারেকের মালিকানাধীন ভবনের নিচতলায় ৫ নম্বর রুমে বসবাস করতেন।
ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস (২০), পিতা- আব্দুস সালাম, মাতা- ছালেহা বেগম, স্থায়ী ঠিকানা- উত্তর কানছর পাড়া, ৫ নম্বর ওয়ার্ড, ছকিনার বাপের বাড়ী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার; বর্তমানে বসবাসরত বরিশাল বাজার কাঁচা বাজার সংলগ্ন নুর আলম বিল্ডিংয়ের নিচতলায় ১ নম্বর রুমে। তিনি চান্দগাঁও থানায় হাজির হয়ে একটি লিখিত এজাহার দাখিল করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে গত ২০ এপ্রিল ২০২৫ তারিখ রাত অনুমান ১০টা ৩০ মিনিট থেকে ৮ মে ২০২৫ তারিখ সকাল ৬টা পর্যন্ত অভিযুক্ত নুর নবী তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এজাহার মতে, ঘটনাটি ঘটে চান্দগাঁও থানার সিএন্ডবি শাপলা ক্লাব এলাকায় অবস্থিত তারেকের মালিকানাধীন ভবনের নিচতলায় ৫ নম্বর কক্ষে। বাদী জানান, অভিযুক্ত ব্যক্তি তার সরলতা ও আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে দীর্ঘ সময় ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল।
অভিযোগ পাওয়ার পরপরই চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ নুরুল হাকিম ও সঙ্গীয় ফোর্স অভিযানে নামেন। ইংরেজি ১০ মে ২০২৫ তারিখ সকাল ১১টা ২০ মিনিটে বরিশাল বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯ (১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে, যার নম্বর- ১০, তারিখ- ১০/০৫/২০২৫।
চান্দগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা সংক্রান্ত অন্যান্য বিষয়াদি তদন্তাধীন। পাশাপাশি ভুক্তভোগীর সুরক্ষা এবং আইনি সহায়তার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ভিকটিমদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
এই প্রতিবেদনে যদি আপনি কোনো ছবি, আদালত আপডেট বা চিকিৎসা প্রতিবেদন সংযোজন করতে চান, জানালে আমি সেটিও সাজিয়ে দিতে পারি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com